চক্ষে আমার তৃষ্ণা
চক্ষে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে।
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যে পুড়ে॥
ঝড় উঠেছে তপ্ত হাওয়ায়, মনকে সুদূর শূন্যে ধাওয়ায়--
অবগুণ্ঠন যায় যে উড়ে॥
যে-ফুল কানন করত আলো
কালো হয়ে সে শুকাল।
ঝরনারে কে দিল বাধা-- নিষ্ঠুর পাষাণে বাঁধা
দুঃখের শিখরচূড়ে॥
রাগ : বৃন্দাবনী সারং-আড়ানা
তাল : ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : ভাদ্র, ১৩৪৪
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1938
রচনাস্থান :
স্বরলিপিকার: 1938