রাহুল মিত্র

আমার পরান লয়ে কী

আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগো
            পরানপ্রিয়
কোথা হতে ভেসে কূলে    লেগেছে চরণমূলে
            তুলে দেখিয়ো ॥
এ নহে গো তৃণদল,    ভেসে আসা ফুলফল--
     এ যে ব্যথাভরা মন    মনে রাখিয়ো ॥
কেন আসে কেন যায়    কেহ না জানে।
     কে আসে কাহার পাশে    কিসের টানে।
রাখ যদি ভালোবেসে    চিরপ্রাণ পাইবে সে,
     ফেলে যদি যাও তবে    বাঁচিবে কি ও॥

রাগ : কানাড়া

তাল : মধ্যমান

রচনাকাল (বঙ্গাব্দ) : আশ্বিন, ১২৯৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1899

রচনাস্থান : কলকাতা, বির্জিতলা

স্বরলিপিকার: 1899

রাহুল মিত্র - অন্যান্য নিবেদন