শ্রেয়স সরকার

দিনশেষে বসন্ত যা

দিনশেষে বসন্ত যা প্রাণে গেল ব'লে
তাই নিয়ে বসে আছি, বীণাখানি কোলে॥
     তারি সুর নেব ধরে
     আমারি গানেতে ভরে,
     ঝরা মাধবীর সাথে যায় সে যে চলে॥
          থামো থামো দখিনপবন,
          কী বারতা   এনেছ তা   কোরো না গোপন।
যে দিনেরে নাই মনে   তুমি তারি উপবনে
কী ফুল পেয়েছ খুঁজে-- গন্ধে প্রাণ ভোলে॥

রাগ : পিলু

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৮ মাঘ, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১১ ফেব্রুয়ারি, ১৯২৮

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১১ ফেব্রুয়ারি, ১৯২৮

শ্রেয়স সরকার - অন্যান্য নিবেদন