দেবাঙ্গনা বিশ্বাস

বাজো রে বাঁশরী, বাজো

বাজো রে বাঁশরি, বাজো।
সুন্দরী, চন্দনমাল্যে মঙ্গলসন্ধ্যায় সাজো।।
বুঝি মধুফাল্গুনমাসে চঞ্চল পান্থ সে আসে–
মধুকরপদভরকম্পিত চম্পক অঙ্গনে ফোটে নি কি আজও।।
রক্তিম অংশুক মাথে, কিংশুককঙ্কণ হাতে,
মঞ্জীরঝঙ্কৃত পায়ে সৌরভমন্থর বায়ে
বন্দনসঙ্গীতগুঞ্জনমুখরিত নন্দনকুঞ্জে বিরাজো।।

রাগ : ইমনকল্যাণ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1332

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1925

রচনাস্থান :

স্বরলিপিকার: 1925

দেবাঙ্গনা বিশ্বাস - অন্যান্য নিবেদন