অনুষ্কা গোলদার

আজি ঝরো ঝরো

     আজি   ঝরো ঝরো মুখর বাদরদিনে
জানি নে,   জানি নে কিছুতে কেন যে মন লাগে না ॥
     এই   চঞ্চল সজল পবন-বেগে   উদ্‌ভ্রান্ত মেঘে   মন চায়
              মন চায়   ওই বলাকার পথখানি নিতে চিনে॥
মেঘমল্লারে সারা দিনমান।
          বাজে ঝরনার গান।
              মন হারাবার আজি বেলা,   পথ ভুলিবার খেলা-- মন চায়
                        মন চায়   হৃদয় জড়াতে কার চিরঋণে॥

রাগ : কাফি

তাল : ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ) : 1346

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1939

রচনাস্থান :

স্বরলিপিকার: 1939

অনুষ্কা গোলদার - অন্যান্য নিবেদন