তাপসী মুখোপাধ্যায়

পান্থ, এখনো কেন

পান্থ, এখনো কেন অলসিত অঙ্গ--
হেরো, পুষ্পবনে জাগে বিহঙ্গ ॥
গগন মগন নন্দন-আলোক উল্লাসে,
লোকে লোকে উঠে প্রাণতরঙ্গ ॥
রুদ্ধ হৃদয়কক্ষে তিমিরে
কেন আত্মসুখদুঃখে শয়ান--
জাগো জাগো, চলো মঙ্গলপথে
যাত্রীদলে মিলি লহো বিশ্বের সঙ্গ ॥

রাগ : যোগিয়া-ললিত

তাল : সুরফাঁকতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ভাদ্র, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1897

রচনাস্থান :

স্বরলিপিকার: 1897

তাপসী মুখোপাধ্যায় - অন্যান্য নিবেদন