অপর্ণা সরকার

শীতের হাওয়ার লাগল

শীতের হাওয়ার লাগল নাচন আম্‌লকির এই ডালে ডালে।
পাতাগুলি শির্‌শিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে॥
     উড়িয়ে দেবার মাতন এসে   কাঙাল তারে করল শেষে,
     তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে॥
              শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা
              তারি লাগি রইনু বসে সকল বেলা।
শীতের পরশ থেকে থেকে   যায় বুঝি ওই ডেকে ডেকে,
সব খোওয়াবার সময় আমার হবে কখন কোন্‌ সকালে॥

রাগ : বেহাগ-খাম্বাজ-বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1328

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1922

রচনাস্থান :

স্বরলিপিকার: 1922

অপর্ণা সরকার - অন্যান্য নিবেদন