তনুশ্রী দাঁ

বাণী বীণাপাণি, করুণাময়ী

বাণী বীণাপাণি,করুণাময়ী!
অন্ধজনে নয়ন দিয়ে অন্ধকারে ফেলিলে,
দরশ দিয়ে লুকালে কোথা দেবী অয়ি।
     স্বপন সম মিলাবে যদি কেন গো দিলে চেতনা,
  চকিতে শুধু দেখা দিয়ে চির মরম-বেদনা,
        তোমারে চাহি ফিরিছে, হেরো কাননে কাননে ওই।

রাগ : খট

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1292

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1886

রচনাস্থান :

স্বরলিপিকার: 1886

তনুশ্রী দাঁ - অন্যান্য নিবেদন