শান্তিদেব ঘোষ

আপনাকে এই জানা

আপনাকে এই জানা আমার ফুরাবে না।
          এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা ॥
কত জনম-মরণেতে    তোমারি ওই চরণেতে
          আপনাকে যে দেব, তবু    বাড়বে দেনা ॥
          আমারে যে নামতে হবে    ঘাটে ঘাটে,
          বারে বারে এই ভুবনের    প্রাণের হাটে।
ব্যাবসা মোর তোমার সাথে    চলবে বেড়ে দিনে রাতে,
          আপনা নিয়ে করব যতই বেচা কেনা ॥

রাগ : ভৈরবী-বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৭ চৈত্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1914

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: 1914

শান্তিদেব ঘোষ - অন্যান্য নিবেদন