রফিকুল আলম

না, যেয়ো না

        না,      যেয়ো না, যেয়ো নাকো।
    মিলনপিয়াসী মোরা--  কথা রাখো, কথা রাখো॥
আজো বকুল আপনহারা    হায় রে,    ফুল ফোটানো হয় নি সারা,
                    সাজি ভরে নি--
                পথিক ওগো, থাকো থাকো॥
            চাঁদের চোখে জাগে নেশা,
        তার    আলো গানে গন্ধে মেশা।
দেখো চেয়ে কোন্‌ বেদনায়    হায় রে    মল্লিকা ওই যায় চলে যায়
                অভিমানিনী--
        পথিক, তারে ডাকো ডাকো॥

রাগ : পিলু

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৯ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১২ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১২ ফেব্রুয়ারি, ১৯২৩

রফিকুল আলম - অন্যান্য নিবেদন