শৈবাল দত্ত

শুক্‌নো পাতা কে

শুক্‌নো পাতা কে যে ছড়ায় ওই দূরে    উদাস-করা কোন্‌ সুরে॥
    ঘরছাড়া ওই কে বৈরাগী    জানি না যে কাহার লাগি
        ক্ষণে ক্ষণে শূন্য বনে যায় ঘুরে॥
            চিনি চিনি হেন ওরে হয় মনে,
                ফিরে ফিরে যেন দেখা ওর সনে।
ছদ্মবেশে কেন খেলো,    জীর্ণ এ বাস ফেলো ফেলো--
            প্রকাশ করো চিরনূতন বন্ধুরে॥

রাগ : মূলতান

তাল : দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৭ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১০ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১০ ফেব্রুয়ারি, ১৯২৩

শৈবাল দত্ত - অন্যান্য নিবেদন