পদ্মজা ঘোষ

কাছে আছে দেখিতে

        কাছে আছে দেখিতে না পাও,
তুমি    কাহার সন্ধানে দূরে যাও।
        মনের মতো কারে খুঁজে মরো,
        সে কি আছে ভুবনে--
        সে তো রয়েছে মনে।
ওগো, মনের মতো সেই তো হবে,
তুমি    শুভক্ষণে যাহার পানে চাও।
তোমার আপনার যে জন, দেখিলে না তারে।
তুমি    যাবে কার দ্বারে।
        যারে চাবে তারে পাবে না,
        যে মন তোমার আছে, যাবে তাও॥

রাগ : কাফি

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1888

রচনাস্থান : কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: 1888

পদ্মজা ঘোষ - অন্যান্য নিবেদন