অপালা ফারহাত নাভেদ

তোমার শেষের গানের রেশ

তোমার শেষের গানের রেশ নিয়ে কানে    চলে এসেছি।
          কেউ কি তা জানে॥
     তোমার আছে গানে গানে গাওয়া,
     আমার কেবল চোখে চোখে চাওয়া--
মনে মনে মনের কথাখানি    বলে এসেছি    কেউ কি তা জানে॥
     ওদের নেশা তখন ধরে নাই,
          রঙিন রসে প্যালা ভরে নাই।
     তখনো তো কতই আনাগোনা,
     নতুন লোকের নতুন চেনাশোনা--
ফিরে ফিরে ফিরে-আসার আশা   দ'লে এসেছি    কেউ কি তা জানে॥

রাগ : ভৈরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৬ ফাল্গুন, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১০ মার্চ, ১৯২৩

রচনাস্থান : লক্ষ্নৌ (বোম্বাই যাবার পথে)

স্বরলিপিকার: ১০ মার্চ, ১৯২৩

অপালা ফারহাত নাভেদ - অন্যান্য নিবেদন