ইন্দ্রাণী

গান আমার যায়

          গান আমার    যায় ভেসে যায়----
     চাস্‌ নে ফিরে,    দে তারে বিদায়॥
সে যে    দখিনহাওয়ায় মুকুল ঝরা,    ধুলার আঁচল হেলায় ভরা,
     সে যে শিশির-ফোঁটার মালা গাঁথা বনের আঙিনায়॥
     কাঁদন-হাসির আলোছায়া সারা অলস বেলা--
     মেঘের গায়ে রঙের মায়া, খেলার পরে খেলা।
ভুলে-যাওয়ার বোঝাই ভরি    গেল চলে কতই তরী--
     উজান বায়ে ফেরে যদি কে রয় সে আশায়॥

রাগ : বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৮ আষাঢ়, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২ জুলাই, ১৯২৫

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ২ জুলাই, ১৯২৫

ইন্দ্রাণী - অন্যান্য নিবেদন