নিবেদিতা নাগ তহবিলদার

সোজাসুজি

হৃদয়-পানে হৃদয় টানে,
            নয়ন-পানে নয়ন ছোটে,
দুটি প্রাণীর কাহিনীটা
            এইটুকু বৈ নয়কো মোটে।
শুক্লসন্ধ্যা চৈত্র মাসে
হেনার গন্ধ হাওয়ায় ভাসে--
আমার বাঁশি লুটায় ভূমে,
            তোমার কোলে ফুলের পুঁজি।
                        তোমার আমার এই-যে প্রণয়
                                    নিতান্তই এ সোজাসুজি।
বাসন্তী-রঙ বসনখানি
        নেশার মতো চক্ষে ধরে,
তোমার গাঁথা যূথীর মালা
        স্তুতির মতো বক্ষে পড়ে।
একটু দেওয়া একটু রাখা,
একটু প্রকাশ একটু ঢাকা,
একটু হাসি একটু শরম--
        দুজনের এই বোঝাবুঝি।
                   তোমার আমার এই-যে প্রণয়
                           নিতান্তই এ সোজাসুজি।
মধুমাসের মিলন-মাঝে
            মহান কোনো রহস্য নেই,
অসীম কোনো অবোধ কথা
            যায় না বেধে মনে-মনেই।
আমাদের এই সুখের পিছু
ছায়ার মতো নাইকো কিছু,
দোঁহার মুখে দোঁহে চেয়ে
            নাই হৃদয়ের খোঁজাখুঁজি।
                   মধুমাসে মোদের মিলন
                          নিতান্তই এ সোজাসুজি।
ভাষার মধ্যে তলিয়ে গিয়ে
            খুঁজি নে ভাই ভাষাতীত,
আকাশ-পানে বাহু তুলে
            চাহি নে ভাই আশাতীত।
যেটুকু দিই যেটুকু পাই
তাহার বেশি আর কিছু নাই--
সুখের বক্ষ চেপে ধরে
            করি নে কেউ যোঝাযুঝি।
                        মধুমাসে মোদের মিলন
                              নিতান্তই এ সোজাসুজি।
শুনেছিনু প্রেমের পাথার
            নাইকো তাহার কোনো দিশা,
শুনেছিনু প্রেমের মধ্যে
            অসীম ক্ষুধা অসীম তৃষা--
বীণার তন্ত্রী কঠিন টানে
ছিঁড়ে পড়ে প্রেমের তানে,
শুনেছিনু প্রেমের কুঞ্জে
            অনেক বাঁকা গলিঘুঁজি।
                        আমাদের এই দোঁহার মিলন
                                    নিতান্তই এ সোজাসুজি।

নিবেদিতা নাগ তহবিলদার - অন্যান্য নিবেদন