সঞ্চারী বন্দ্যোপাধ্যায়

দারুণ অগ্নিবাণে রে

দারুণ অগ্নিবাণে রে   হৃদয় তৃষায় হানে রে॥
     রজনী নিদ্রাহীন,   দীর্ঘ দগ্ধ দিন
              আরাম নাহি যে জানে রে॥
     শুষ্ক কাননশাখে   ক্লান্ত কপোত ডাকে
              করুণ কাতর গানে রে॥
ভয় নাহি, ভয় নাহি।   গগনে রয়েছি চাহি।
     জানি ঝঞ্ঝার বেশে   দিবে দেখা তুমি এসে
              একদা তাপিত প্রাণে রে॥

রাগ : বৃন্দাবনী সারং

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : বৈশাখ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1922

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: 1922

সঞ্চারী বন্দ্যোপাধ্যায় - অন্যান্য নিবেদন