সুচিত্রা মিত্র

পথ এখনো শেষ

পথ এখনো শেষ হল না, মিলিয়ে এল দিনের ভাতি।
          তোমার আমার মাঝখানে হায়   আসবে কখন আঁধার রাতি ॥
                   এবার তোমার শিখা আনি
                             জ্বালাও আমার প্রদীপখানি,
                   আলোয় আলোয় মিলন হবে পথের মাঝে পথের সাথি ॥
ভালো করে মুখ যে তোমার যায় না দেখা সুন্দর হে--
          দীর্ঘ পথের দারুণ গ্লানি তাই তো আমায় জড়িয়ে রহে।
                   ছায়ায়-ফেরা ধুলায়-চলা
                             মনের কথা যায় না বলা,
                   শেষ কথাটি জ্বালবে এবার তোমার বাতি আমার বাতি ॥

রাগ : ইমন-কালাংড়া-বাউল

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ৩ কার্তিক, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২০ অক্টোবর, ১৯২৬

রচনাস্থান : ভিয়েনা

স্বরলিপিকার: ২০ অক্টোবর, ১৯২৬

সুচিত্রা মিত্র - অন্যান্য নিবেদন