কত যে তুমি
কত যে তুমি মনোহর মনই তাহা জানে,
হৃদয় মম থরোথরো কাঁপে তোমার গানে॥
আজিকে এই প্রভাতবেলা মেঘের সাথে রোদের খেলা,
জলে নয়ন ভরোভরো চাহি তোমার পানে॥
আলোর অধীর ঝিলিমিলি নদীর ঢেউয়ে ওঠে,
বনের হাসি খিলিখিলি পাতায় পাতায় ছোটে।
আকাশে ওই দেখি কী যে-- তোমার চোখের চাহনি যে।
সুনীল সুধা ঝরোঝরো ঝরে আমার প্রাণে॥
রাগ : তোড়ি-ভৈরবী
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : পৌষ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1923
রচনাস্থান :
স্বরলিপিকার: 1923