সুদীপ দত্ত

আমার মাঝে তোমারি মায়া

          আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি কবি।
          আপন-মনে আমারি পটে আঁকো মানস ছবি ॥
তাপস তুমি ধেয়ানে তব          কী দেখ মোরে কেমনে কব,
          আপন-মনে মেঘস্বপন আপনি রচ রবি।
          তোমার জটে আমি তোমারি ভাবের জাহ্নবী ॥
          তোমারি সোনা বোঝাই হল, আমি তো তার ভেলা--
          নিজেরে তুমি ভোলাবে ব'লে আমারে নিয়ে খেলা।
কণ্ঠে মম কী কথা শোন  অর্থ আমি বুঝি না কোনো,
          বীণাতে মোর কাঁদিয়া ওঠে তোমারি ভৈরবী।
          মুকুল মম সুবাসে তব গোপনে সৌরভী ॥

রাগ : ভৈরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : পৌষ, ১৩৩৬

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1930

রচনাস্থান :

স্বরলিপিকার: 1930

সুদীপ দত্ত - অন্যান্য নিবেদন