সুবীর সেন

আজি হৃদয় আমার

     আজি   হৃদয় আমার যায় যে ভেসে
     যার    পায় নি দেখা তার উদ্দেশে॥
বাঁধন ভোলে, হাওয়ায় দোলে,   যায় সে বাদল-মেঘের কোলে রে
              কোন্‌-সে অসম্ভবের দেশে॥
              সেথায় বিজন সাগরকূলে
              শ্রাবণ ঘনায় শৈলমূলে।
রাজার পুরে তমালগাছে   নূপুর শুনে ময়ূর নাচে   রে
              সুদূর তেপান্তরের শেষে॥

রাগ : ইমন-পূরবী

তাল : দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ) : শ্রাবণ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1922

রচনাস্থান :

স্বরলিপিকার: 1922

সুবীর সেন - অন্যান্য নিবেদন