সোম চট্টোপাধ্যায়

তুমি রবে নীরবে

     তুমি রবে নীরবে হৃদয়ে মম
নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥
          মম জীবন যৌবন    মম অখিল ভুবন
     তুমি    ভরিবে গৌরবে নিশীথিনী-সম॥
জাগিবে একাকী     তব করুণ আঁখি,
     তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি।
          মম দুঃখবেদন    মম সফল স্বপন
     তুমি    ভরিবে সৌরভে নিশীথিনী-সম॥

রাগ : বেহাগ

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৮ কার্তিক, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1895

রচনাস্থান : জোড়াসাঁকো

স্বরলিপিকার: 1895

সোম চট্টোপাধ্যায় - অন্যান্য নিবেদন