আমি সব নিতে চাই, সব নিতে ধাই রে। আমি আপনাকে, ভাই, মেলব যে বাইরে॥ পালে আমার লাগল হাওয়া, হবে আমার সাগর-যাওয়া, ঘাটে তরী নাই বাঁধা নাই রে॥ সুখে দুখে বুকের মাঝে পথের বাঁশি কেবল বাজে, সকল কাজে শুনি যে তাই রে। পাগ্লামি আজ লাগল পাখায়, পাখি কি আর থাকবে শাখায়। দিকে দিকে সাড়া যে পাই রে॥