কলিম শরাফী

দিন পরে যায়

দিন পরে যায় দিন,   বসি পথপাশে
গান পরে গাই গান   বসন্তবাতাসে॥
    ফুরাতে চায় না বেলা,   তাই সুর গেঁথে খেলা--
         রাগিণীর মরীচিকা   স্বপ্নের আভাসে॥
দিন পরে যায় দিন,   নাই তব দেখা।
গান পরে গাই গান,   রই বসে একা।
    সুর থেমে যায় পাছে   তাই নাহি আস কাছে--
    ভালোবাসা ব্যথা দেয়   যারে ভালোবাসে॥

রাগ : ভৈরবী

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৭ চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১০ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১০ এপ্রিল, ১৯২৬

কলিম শরাফী - অন্যান্য নিবেদন