**অজানা**

নিবিড় মেঘের ছায়ায়

নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে,
     ওগো প্রবাসিনী, স্বপনে তব
              তাহার বারতা কি পেলে॥
আজি তরঙ্গকলকল্লোলে   দক্ষিণসিন্ধুর ক্রন্দনধ্বনি
          আনে বহিয়া কাহার বিরহ॥
লুপ্ত তারার পথে চলে কাহার সুদূর স্মৃতি
     নিশীথরাতের রাগিণী বহি।
     নিদ্রাবিহীন ব্যথিত হৃদয়
          ব্যর্থ শূন্যে তাকায়ে রহে॥

রাগ : মল্লার

তাল : ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ) : 1346

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1939

রচনাস্থান :

স্বরলিপিকার: 1939

**অজানা** - অন্যান্য নিবেদন