**অজানা**

আঁধার শাখা উজল করি

          আঁধার শাখা উজল করি    হরিত-পাতা-ঘোমটা পরি
            বিজন বনে, মালতীবালা, আছিস কেন ফুটিয়া ।।
          শোনাতে তোরে মনের ব্যথা  শুনিতে তোর মনের কথা
            পাগল হয়ে মধুপ কভু আসে না হেথা ছুটিয়া ।।
          মলয় তব প্রণয়-আশে  ভ্রমে না হেথা আকুল শ্বাসে,
            পায় না চাঁদ দেখিতে তোর শরমে-মাখা মুখানি ।
          শিয়রে তোর বসিয়া থাকি  মধুর স্বরে বনের পাখি
            লভিয়া তোর সুরভিশ্বাস যায় না তোরে বাখানি ।।

রাগ : গৌড়সারং

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1285

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1878

রচনাস্থান :

স্বরলিপিকার: 1878

**অজানা** - অন্যান্য নিবেদন