**অজানা**

অন্তর মম বিকশিত

অন্তর মম বিকশিত করো অন্তরতর হে--
নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে ॥
জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে।
মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে ॥
যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ।
সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ।
চরণপদ্মে মম চিত নিষ্পন্দিত করো হে।
নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে ॥

রাগ : ভৈরবী

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৭ অগ্রহায়ণ, ১৩১৪

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1907

রচনাস্থান :

স্বরলিপিকার: 1907

**অজানা** - অন্যান্য নিবেদন