**অজানা**

অজ্ঞানে করো হে ক্ষমা তাত

          অজ্ঞানে কর হে ক্ষমা, তাত, ধরি চরণে--
                   কেমনে কহিব, শিহরি আতঙ্কে!
            আঁধারে সন্ধানি শর খরতর
                   করী-ভ্রমে বধি তব পুত্রবর,
                    গ্রহদোষে পড়েছি পাপপঙ্কে!

রাগ : মিশ্র রাজবিজয়

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1289

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1882

রচনাস্থান :

স্বরলিপিকার: 1882

**অজানা** - অন্যান্য নিবেদন