অশোকতরু বন্দ্যোপাধ্যায়

আমার নিখিল ভুবন

আমার নিখিল ভুবন হারালেম আমি যে।
বিশ্ববীণার রাগিনী যায় থামি যে।
গৃহহারা হৃদয় যায় আলোহারা পথে হায়—
গহন তিমির গুহাতলে যাই নামি যে।
তোমারি নয়নে সন্ধ্যাতারার আলো,
আমার পথের অন্ধকারে জ্বালো জ্বালো।
মরীচিকার পিছে পিছে তৃষ্ণাতপ্ত প্রহর কেটেছে মিছে।
দিন-অবসানে তোমারই হৃদয়ে
শ্রান্ত পান্থ অমৃততীর্থগামী যে॥

রাগ : বেহাগ

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1345

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1938

রচনাস্থান :

স্বরলিপিকার: 1938

অশোকতরু বন্দ্যোপাধ্যায় - অন্যান্য নিবেদন