সখী, প্রতিদিন হায়
সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে।
তারে আমার মাথার একটি কুসুম দে।
যদি শুধায় কে দিল কোন ফুলকাননে-
মোর শপথ, আমার নামটি বলিস নে॥
রাগ : ছায়ানট
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : ১০ আশ্বিন, ১৩০৪
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1897
রচনাস্থান : নাগর নদী
স্বরলিপিকার: 1897