আশরাফুজ্জামান পিনু

এতদিন যে বসেছিলেম

    এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
            দেখা পেলেম ফাল্গুনে॥
        বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়--
            এ কী গো বিস্ময়।
        অবাক আমি তরুণ গলার গান শুনে॥
গন্ধে উদাস হাওয়ার মতো  উড়ে তোমার উত্তরী,
    কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী।
তরুণ হাসির আড়ালে কোন্‌ আগুন ঢাকা রয়--
            এ কী গো বিস্ময়।
অস্ত্র তোমার গোপন রাখ কোন্‌ তূণে॥

রাগ : ভৈরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৪ ফাল্গুন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৬ ফেব্রুয়ারি, ১৯১৫

রচনাস্থান : সুরুল

স্বরলিপিকার: ২৬ ফেব্রুয়ারি, ১৯১৫

আশরাফুজ্জামান পিনু - অন্যান্য নিবেদন