আনিসুর রহমান সিনহা

চৈত্রপবনে মন চিত্তবনে

     চৈত্রপবনে মম চিত্তবনে     বাণীমঞ্জরী সঞ্চলিতা
              ওগো ললিতা
     যদি বিজনে দিন বহে যায়     খর তপনে ঝরে পড়ে হায়
          অনাদরে হবে ধূলিদলিতা
              ওগো ললিতা ॥
তোমার লাগিয়া আছি পথ চাহি--   বুঝি বেলা আর নাহি নাহি।
বনছায়াতে তারে দেখা দাও,     করুণ হাতে তুলে নিয়ে যাও--
          কণ্ঠাহারে করো সঙ্কলিতা
              ওগো ললিতা ॥

রাগ : কাফি-খাম্বাজ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1332

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1925

রচনাস্থান :

স্বরলিপিকার: 1925

আনিসুর রহমান সিনহা - অন্যান্য নিবেদন