পাপিয়া সারোয়ার

ধূসর জীবনের গোধূলিতে

ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত আলোয় ম্লানস্মৃতি।
          সেই   সুরের কায়া মোর সাধের সাথি, স্বপ্নের সঙ্গিনী,
              তারি আবেশ লাগে মনে   বসন্তবিহ্বল বনে॥
দেখি তার বিরহী মূর্তি বেহাগের তানে
          সকরুণ নত নয়ানে।
                             পূর্ণিমা জ্যোৎস্নালোকে মিলে যায়
                   জাগ্রত কোকিল-কাকলিতে মোর বাঁশির গীতে॥

রাগ : কাফি

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ফাল্গুন, ১৩৪৫

রচনাকাল (খৃষ্টাব্দ) : মার্চ, ১৯৩৯

রচনাস্থান :

স্বরলিপিকার: মার্চ, ১৯৩৯

পাপিয়া সারোয়ার - অন্যান্য নিবেদন