রূপা গঙ্গোপাধ্যায়

অনেক দিয়েছ নাথ

          অনেক দিয়েছ নাথ,
আমায়       অনেক দিয়েছ নাথ,
          আমার বাসনা তবু পুরিল না--
          দীনদশা ঘুচিল না, অশ্রুবারি মুছিল না,
          গভীর প্রাণের তৃষা মিটিল না, মিটিল না ॥
          দিয়েছ জীবন মন, প্রাণপ্রিয় পরিজন,
          সুধাস্নিগ্ধ সমীরণ, নীলকান্ত অম্বর, শ্যামশোভা ধরণী।
          এত যদি দিলে, সখা, আরো দিতে হবে হে--
          তোমারে না পেলে আমি ফিরিব না, ফিরিব না ॥

রাগ : আশাবরী-ভৈরবী

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1293

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1887

রচনাস্থান :

স্বরলিপিকার: 1887

রূপা গঙ্গোপাধ্যায় - অন্যান্য নিবেদন