সাহেব চট্টোপাধ্যায়

প্রেমের জোয়ারে ভাসবে দোঁহারে

প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে
            বাঁধন খুলে দাও, দাও দাও।
ভুলিব ভাবনা    পিছনে চাব না,
            পাল তুলে দাও, দাও দাও।
      প্রবল পবনে তরঙ্গ তুলিল--
হৃদয় দুলিল, দুলিল দুলিল,
      পাগল হে নাবিক,
            ভুলাও দিগ্‌বিদিক,
                  পাল তুলে দাও, দাও দাও॥

রাগ : বাহার

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1936

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: 1936

সাহেব চট্টোপাধ্যায় - অন্যান্য নিবেদন