বিজয়া রায়

স্বপ্নে আমার মনে

স্বপ্নে আমার মনে হল   কখন   ঘা দিলে আমার দ্বারে,   হায়।
          আমি   জাগি নাই জাগি নাই গো,
              তুমি   মিলালে অন্ধকারে,   হায়॥
                   অচেতন মনো-মাঝে   তখন   রিমিঝিমি ধ্বনি বাজে,
              কাঁপিল বনের ছায়া ঝিল্লিরঝঙ্কারে।
          আমি   জাগি নাই জাগি নাই গো,   নদী   বহিল বনের পারে॥
পথিক এল দুই প্রহরে   পথের আহ্বান আনি ঘরে।
          শিয়রে নীরব বীণা   বেজেছিল কি জানি না--
                   জাগি নাই জাগি নাই গো,
              ঘিরেছিল বনগন্ধ ঘুমের চারি ধারে॥

রাগ : হাম্বীর

তাল : ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ) : 1346

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1939

রচনাস্থান :

স্বরলিপিকার: 1939

বিজয়া রায় - অন্যান্য নিবেদন