শুভমিতা বন্দ্যোপাধ্যায়

সখী, আঁধারে একেলা

সখী, আঁধারে একেলা ঘরে   মন মানে না।
কিসেরই পিয়াসে কোথা যে যাবে সে,   পথ জানে না ॥
     ঝরোঝরো নীরে,   নিবিড় তিমিরে,   সজল সমীরে গো
     যেন কার বাণী কভু কানে আনে-- কভু আনে না ॥

রাগ : খাম্বাজ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1332

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1925

রচনাস্থান :

স্বরলিপিকার: 1925

শুভমিতা বন্দ্যোপাধ্যায় - অন্যান্য নিবেদন