সুদেষ্ণা সান্যাল রুদ্র

তোমারি নাম বলব

          তোমারি নাম বলব নানা ছলে,
বলব একা বসে আপন    মনের ছায়াতলে ॥
বলব বিনা ভাষায়,    বলব বিনা আশায়,
বলব মুখের হাসি দিয়ে,    বলব চোখের জলে ॥
বিনা প্রয়োজনের ডাকে    ডাকব তোমার নাম,
সেই ডাকে মোর শুধু শুধুই    পূরবে মনস্কাম।
শিশু যেমন মাকে    নামের নেশায় ডাকে,
বলতে পারে এই সুখেতেই    মায়ের নাম সে বলে ॥

রাগ : খাম্বাজ-বাউল

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ৮ ভাদ্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৪ অগাস্ট, ১৯১৩

রচনাস্থান :

স্বরলিপিকার: ২৪ অগাস্ট, ১৯১৩

সুদেষ্ণা সান্যাল রুদ্র - অন্যান্য নিবেদন