**সমবেত**

ফুলে ফুলে ঢ'লে ঢ'লে

               ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায়,
               তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়
               পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহূ কুহূ কুহূ গায়,
               কি জানি কিসেরি লাগি প্রাণ করে হায় হায়!

রাগ : বিলাতি ভাঙা

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1289

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1882

রচনাস্থান :

স্বরলিপিকার: 1882

**সমবেত** - অন্যান্য নিবেদন