**সমবেত**

নব আনন্দে জাগো

নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে
শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে ॥
উৎসারিত নব জীবননির্ঝর উচ্ছ্বাসিত আশাগীতি,
অমৃতপুষ্পগন্ধ বহে আজি এই শান্তিপবনে ॥

রাগ : রামকেলী

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1296

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1890

রচনাস্থান :

স্বরলিপিকার: 1890

**সমবেত** - অন্যান্য নিবেদন