রূপা মুখোপাধ্যায়

এই মৌমাছিদের ঘরছাড়া

এই      মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে
          তোরা আমায় ব'লে দে ভাই, ব'লে দে রে॥
          ফুলের গোপন পরান-মাঝে   নীরব সুরে বাঁশি বাজে--
ওদের   সেই সুরেতে কেমনে মন হরেছে রে॥
          যে মধুটি লুকিয়ে আছে,   দেয় না ধরা কারো কাছে,
          সেই মধুতে কেমনে মন ভরেছে রে॥

রাগ : ভৈরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1318

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1911

রচনাস্থান :

স্বরলিপিকার: 1911

রূপা মুখোপাধ্যায় - অন্যান্য নিবেদন