মহুয়া চট্টোপাধ্যায় কুন্ডু

আর নাই রে

আর    নাই রে বেলা, নামল ছায়া ধরণীতে।
এখন    চল্‌ রে ঘাটে কলসখানি ভরে নিতে।
          জলধারার কলস্বরে   সন্ধ্যাগগন আকুল করে,
ওরে,   ডাকে আমায় পথের 'পরে সেই ধ্বনিতে॥
এখন    বিজন পথে করে না কেউ আসা যাওয়া
ওরে,   প্রেমনদীতে উঠেছে ঢেউ, উতল হাওয়া
          জানি নে আর ফিরব কিনা, কার সাথে আজ হবে চিনা--
ঘাটে    সেই অজানা বাজায় বীণা তরণীতে॥

রাগ : ইমন-কীর্তন

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৩ ভাদ্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1909

রচনাস্থান : বোলপুর

স্বরলিপিকার: 1909

মহুয়া চট্টোপাধ্যায় কুন্ডু - অন্যান্য নিবেদন