গানগুলি মোর শৈবালেরই
গানগুলি মোর শৈবালেরই দল--
ওরা বন্যাধারায় পথ যে হারায়
উদ্দাম চঞ্চল॥
ওরা কেনই আসে যায় বা চ'লে, অকারণের হাওয়ায় দোলে--
চিহ্ন কিছুই যায় না রেখে, পায় না কোনো ফল॥
ওদের সাধন তো নাই-- কিছু সাধন তো নাই,
ওদের বাঁধন তো নাই-- কোনো বাঁধন তো নাই।
উদাস ওরা উদাস করে গৃহহারা পথের স্বরে,
ভুলে-যাওয়ার স্রোতের 'পরে করে টলোমল।
রাগ : কাফি
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : ২৯ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ) : ১২ ফেব্রুয়ারি, ১৯২৩
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: ১২ ফেব্রুয়ারি, ১৯২৩