নীলুফার বানু লিলি

আমি তোমায় যত

আমি তোমায় যত   শুনিয়েছিলাম গান
তার বদলে আমি     চাই নে কোনো দান ॥
ভুলবে সে গান যদি  নাহয় যেয়ো ভুলে
উঠবে যখন তারা    সন্ধ্যসাগরকূলে,
তোমার সভায় যবে  করব অবসান
এই ক'দিনের শুধু    এই ক'টি মোর তান ॥
তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে
সেই কথাটি তুমি     ভুলবে কেমন করে?
সেই কথাটি, কবি,   পড়বে তোমার মনে
বর্ষামুখর রাতে,     ফাগুন-সমীরণে--
এইটুকু মোর শুধু   রইল অভিমান
ভুলতে সে কি পার  ভুলিয়েছ মোর প্রাণ ॥

রাগ : খাম্বাজ

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : বৈশাখ ১৩২৬

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1918

রচনাস্থান :

স্বরলিপিকার: 1918

নীলুফার বানু লিলি - অন্যান্য নিবেদন