কৌশিকী চক্রবর্তী দেশিকন

নিভৃত প্রাণের দেবতা

নিভৃত প্রাণের দেবতা   যেখানে জাগেন একা,
ভক্ত, সেথায় খোলো দ্বার--     আজ লব তাঁর দেখা॥
সারাদিন শুধু বাহিরে     ঘুরে ঘুরে কারে চাহি রে,
সন্ধ্যাবেলার আরতি    হয় নি আমার শেখা॥
তব জীবনের আলোতে  জীবন-প্রদীপ জ্বালি
হে পূজারি, আজ নিভৃতে   সাজাব আমার থালি।
যেথা নিখিলের সাধনা   পূজালোক করে রচনা,
সেথায় আমিও ধরিব     একটি জ্যোতির রেখা॥

রাগ : পূরবী

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৭ পৌষ, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: 1910

কৌশিকী চক্রবর্তী দেশিকন - অন্যান্য নিবেদন