ধীরে ধীরে ধীরে
ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া।
নিশীথরাতের বাঁশি বাজে-- শান্ত হও গো, শান্ত হও।
আমি প্রদীপশিখা তোমার লাগি ভয়ে ভয়ে একা জাগি,
মনের কথা কানে-কানে মৃদু মৃদু কও॥
তোমার দূরের গাথা তোমার বনের বাণী
ঘরের কোণে দেহো আনি।
আমার কিছু কথা আছে ভোরের বেলায় তারার কাছে,
সেই কথাটি তোমার কানে চুপি চুপি লও॥
রাগ : ইমন
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : ২১ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ) : ৪ ফেব্রুয়ারি, ১৯২৩
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: ৪ ফেব্রুয়ারি, ১৯২৩