রহি রহি আনন্দতরঙ্গ
রহি রহি আনন্দতরঙ্গ জাগে ॥
রহি রহি, প্রভু, তব পরশমাধুরী
হৃদয়মাঝে আসি লাগে ॥
রহি রহি শুনি তব চরণপাত হে
মম পথের আগে আগে ॥
রহি রহি মম মনোগগন ভাতিল
তব প্রসাদরবিরাগে ॥
রাগ : ভৈরবী
তাল : ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1322
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1916
রচনাস্থান :
স্বরলিপিকার: 1916