রমা মণ্ডল

প্রভু, বলো বলো কবে

প্রভু,   বলো বলো কবে
তোমার    পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে।
              তোমার বনের রাঙা ধূলি  ফুটায় পূজার কুসুমগুলি,
    সেই ধূলি হায় কখন আমায় আপন করি' লবে?
    প্রণাম দিতে চরণতলে  ধুলার কাঙাল যাত্রীদলে
    চলে যারা, আপন ব'লে চিনবে আমায় সবে॥

রাগ : ভৈরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1342

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1936

রচনাস্থান :

স্বরলিপিকার: 1936

রমা মণ্ডল - অন্যান্য নিবেদন