Raj Mohan

আমি চিনি গো

আমি      চিনি গো চিনি    তোমারে ওগো বিদেশিনী।
তুমি      থাক সিন্ধুপারে    ওগো বিদেশিনী॥
তোমায়  দেখেছি শারদপ্রাতে,    তোমায়    দেখেছি মাধবী রাতে,
তোমায়  দেখেছি হৃদি-মাঝারে    ওগো বিদেশিনী।
আমি     আকাশে পাতিয়া কান    শুনেছি    শুনেছি তোমারি গান,
আমি     তোমারে সঁপেছি প্রাণ    ওগো বিদেশিনী।
         ভুবন ভ্রমিয়া শেষে       আমি      এসেছি নূতন দেশে,
আমি    অতিথি তোমারি দ্বারে    ওগো বিদেশিনী॥

রাগ : খাম্বাজ

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৫ আশ্বিন, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1895

রচনাস্থান : শিলাইদহ

স্বরলিপিকার: 1895

Raj Mohan - অন্যান্য নিবেদন