কৃষ্ণ চন্দ্র দে

আমার যাবার বেলায়

আমার    যাবার বেলায় পিছু ডাকে
ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে॥
     বাদলপ্রাতের উদাস পাখি    ওঠে ডাকি।
     বনের গোপন শাখে শাখে,    পিছু ডাকে॥
ভরা নদী ছায়ার তলে    ছুটে চলে--
খোঁজে কাকে,    পিছু ডাকে।
     আমার প্রাণের ভিতর সে কে   থেকে থেকে
     বিদায়প্রাতের উতলাকে    পিছু ডাকে॥

রাগ : আশাবরী-ভৈরবী

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ভাদ্র, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1923

রচনাস্থান :

স্বরলিপিকার: 1923

কৃষ্ণ চন্দ্র দে - অন্যান্য নিবেদন