ইফ্ফাত আরা দেওয়ান

আমি রূপে তোমায়

আমি    রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব।
আমি    হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাব॥
         ভরাব না ভূষণভারে,     সাজাব না ফুলের হারে--
         প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাব॥
         জানবে না কেউ কোন্‌ তুফানে     তরঙ্গদল নাচবে প্রাণে,
         চাঁদের মতো অলখ টানে জোয়ারে ঢেউ তোলাব॥

রাগ : কীর্তন

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1317

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910

রচনাস্থান :

স্বরলিপিকার: 1910

ইফ্ফাত আরা দেওয়ান - অন্যান্য নিবেদন